ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুডা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন ফেনী-১ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন।
কর্মসূচিতে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে সমর্থন প্রত্যাশা করেন।
এসময় তিনি জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।