মুন্সিরহাট ইউনিয়নের করইয়া কালিকাপুর শান্তির বাজার মসজিদে এলাকাবাসীর উদ্যোগে এক মহতী সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমির মুফতি আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত এলাকার সন্তান ও ফেনী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন এবং ফুলগাজী উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ জামাল উদ্দিন।

মাহফিলে ইসলামি শিক্ষা, আদর্শ ও সমাজ কল্যাণমূলক বিষয়ে আলোচনা উপস্থাপন করা হয়। স্থানীয় মুসল্লি ও সুধীজনদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।